ভোলায় দুই মেয়র ও ৯৫ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
- আপডেট সময় : ০৬:১০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
ভোলায় দুই মেয়র ও ৯৫ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এদিকে, প্রচারণায় বাধা পেয়ে নেত্রকোণায় বিএনপি মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন করেছেন।
ভোলার চরফ্যাশন পৌরসভা মেয়র পদে ৯ মেয়র প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী হুমায়ুন কবির সিকদারের আয়কর রিটার্নের তথ্যে গরমিল থাকায় তার মনোনয়ন বাতিল হয়ে গেছে। অন্যদিকে বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাওলানা মোহাম্মদ ইউসুফের মনোনয়নপত্রে স্বাক্ষর না থাকায় তা বাতিল হয়ে গেছে। এছাড়া বাতিল করা হয়েছে ৯৫ জন কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের ১১ জনের মনোনয়নপত্র।
নেত্রকোণা পৌরসভা নির্বাচনে প্রচারণায় বাধা দেয়া ও নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিএনপি’র মেয়র প্রার্থী আব্দুল্লাহ আল মামুন খান রনি। দুপুরে জেলা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলণ অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী সোনাইমুড়ী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ভিপি নূরুল হক চৌধুরীর নির্বাচনী প্রচারনার অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাংচুর হয়েছে। ঘটনার প্রতিবাদে মিছিল করে রাতেই সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গসংগঠন নেতাকর্মীরা।