ভ্যাকসিন ও হসপিটাল সার্ভিসের কারণে করোনায় মৃত্যু হার কমে এসেছে : স্বাস্থ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১০:০০ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
ভ্যাকসিন ও হসপিটাল সার্ভিসের কারণে করোনায় মৃত্যু নেমে এসেছে বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দুপুরে গাজীপুরের কাশিমপুর ডিবিএল ফার্মার কারখানা উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।
মন্ত্রী আরো বলেন, প্রত্যেক মাসে ভ্যাকসিন কার্যক্রম আরো জোরদার করা হচ্ছে। এই মাসেই আশা করা হচ্ছে ৩ কোটি ডোজ টিকা দেওয়া যাবে। নতুন করে ১২ থেকে ১৭ বছর বয়সীদের ভ্যাকসিন কার্যক্রম গ্রাম পর্যায়ে পৌঁছে গেছে। এর আগে ডিবিএল ফার্মাসিউটিক্যাল ফ্যাক্টরিকে তাদের ওষুধ শিল্পে যাত্রাকে স্বাগত জানান মন্ত্রী। এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডাক্তার হাবিব-ই-মিল্লাত, ওষুধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান, স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহা-পরিচালক প্রফেসর ড. আবুল বাশার, ডিবিএল গ্রুপের চেয়ারম্যান এম এ ওয়াহেদ।