ভ্যাকসিন গ্রহণের আগ্রহ কমে গেছে সাধারণ মানুষের
- আপডেট সময় : ০৭:২৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
টিকা নেয়ার পরও চট্টগ্রামে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ভ্যাকসিন গ্রহণের আগ্রহ কমে গেছে সাধারণ মানুষের। তবে স্বাস্থ্য বিভাগ বলছে, দ্বিতীয় ডোজ দেয়ার পরে প্রতিরোধ ক্ষমতা বাড়লে ফের ব্যস্ততা বাড়বে। আর বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, সংক্রমণের মাত্রা কমাতে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি টিকা গ্রহণের বিকল্প নেই।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালের কোভিড টিকাদান কেন্দ্রের চিত্র এটি। টিকা দেয়ার জন্য ১০টি বুথ প্রস্তুত থাকলেও তার বেশিরভাই খালী।স্বাস্থ্যকর্মীরাও গল্প করে সময় কাটাচ্ছেন।ঘন্টা খানেক অপেক্ষার পর একজনকে পাওয়া গেল যিনি টিকা নিতে এসেছেন।
অথচ ক’দিন আগেও টিকা নিতে আগ্রহের কমতি ছিলো না সাধারণ মানুষের। টিকা কেন্দ্রগুলোতেও ছিলো উপচে পড়া ভিড়। স্বাস্থ্যকর্মীরা বলছেন, প্রথম দিকে হাজার হাজার মানুষ ভিড় করলেও এখন আসছেন না তেমন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান, দ্বিতীয় ডোজ শুরু হলে ফের মানুষের ভিড় বাড়বে।
আর বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, টিকা আসার আগে থেকেই এ নিয়ে অপপ্রচারে মেতেছিলো একটি মহল। হঠাৎ করে সংক্রমণ বাড়ায় তারা ফের সক্রিয় হয়েছে। কিন্তু সংক্রমণ ঠেকাতে টিকা নেয়ার বিকল্প নেই।
ফেব্রুয়ারির ৭ তারিখ থেকে সারাদেশের মতো চট্টগ্রামেও কোভিড ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু করে স্বাস্থ্য বিভাগ। গেল দুই মাসে শুধু চট্টগ্রামেই ৪ লাখ ৩৩ হাজার ২৩৫ জন টিকা গ্রহণ করেছেন।