ভ্যাকসিন নেয়ায় ওমিক্রণে মৃত্যুঝুঁকি কমেছে : স্বাস্থ্যমন্ত্রী
- আপডেট সময় : ০১:৩২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫২৬ বার পড়া হয়েছে
সাধারণ মানুষ ভ্যাকসিন এর আওতায় আসায় অমিক্রণ ভেরিয়েন্টে মৃত্যুঝুঁকি কম বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সকালে রাজধানীর মহাখালী ক্যান্সার গবেষণা ইনষ্টিটিউট হাসপাতালে এক আলোচনা সভায় অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি। দেশে করোনা আক্রান্ত 2 হাজার রোগী হাসপাতালে ভর্তি রয়েছে উল্লেখ করে, মন্ত্রী আরো বলেন, পর্যাপ্ত পরিমাণে আইসিইউ বেড খালি রয়েছে। এছাড়া, ক্যান্সার চিকিৎসাসেবা আন্তর্জাতিক মানে উন্নীত হয়েছে বলেও জানান মন্ত্রী।
৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস ২০২২ উপলক্ষে বৃহস্পতিবার সকালে রাজধানীর মহাখালী জাতীয় ক্যান্সার গবেষণা ইনষ্টিটিউট ও হাসপাতাল অডিটোরিয়ামে আলোচনায় অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
অনুষ্ঠানে জাতীয় ক্যান্সার হাসপাতালের পরিচালক, ক্যান্সার চিকিৎসা সেবায় গুণগত মানের কথা তুলে ধরেন।
দেশে ক্যান্সার চিকিৎসার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত হয়েছে। স্বাস্থ্যসেবা জনগণের দৌরগোড়ায় পৌঁছে দিতে ৮টি বিভাগের ৮ টি হাসপাতলে ক্যান্সার রোগীদের জন্য চৌদ্দশ বেড বরাদ্দের কথা জানালেন মন্ত্রী।
দেশের অধিকাংশ মানুষ ভ্যাকসিন নেয়ায় তাদের ধন্যবাদ জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বলেন, টিকার কারণেই ডেল্টার তুলনায় ওমিক্রণ ভেরিয়েন্টে হাসপাতালগুলোতে রোগীর চাপ কম।
এদিকে, বিএসএমএমইউ তথ্য বলছে, গত এক মাসে জিনোম সিকোয়েন্সের গবেষণায় করোনায় আক্রান্ত ৮২ শতাংশ ওমিক্রনে আর ১৮ শতাংশ ডেল্টা ভ্যরিয়েন্টের রোগী।