ভ্যাকসিন পেতে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে
- আপডেট সময় : ০৭:০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
করোনার ভ্যাকসিন পেতে চাইলে করতে হবে ডিজিটাল রেজিস্ট্রেশন। অনলাইনে ব্যক্তি নিজেই রেজিস্ট্রেশন করে নির্দিষ্ট তথ্য দিয়ে ভ্যাক্সিন নেয়ার সময় ও প্রক্রিয়া নিশ্চিত করতে পারবেন। আর এজন্য তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় তৈরী করেছে সুরক্ষা নামের সফটওয়ার। প্রধানমন্ত্রীর কার্যালয় বলছে, এর মাধ্যমে টিকা প্রদান কার্যক্রমে অপচয় রোধ হবে, আসবে গতি। ২৭ জানুয়ারী বিকাল তিনটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ কর্মসূচি উদ্বোধন করার কথা রয়েছে।
কোভিড-১৯ ভ্যাক্সিন ম্যানেজমেন্ট সিস্টেম “সুরক্ষা” সফটওয়্যার তৈরি করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের প্রোগ্রামারদের একটি দল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের করবী হলে এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই সুরক্ষা সফটওয়্যারটি স্বাস্থ্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, এই অনলাইন রেজিস্ট্রেশন নিরাপদ ভ্যাক্সিন কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবে।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জানান, ৭০ লক্ষ ভ্যাক্সিন সরকারের হাতে রয়েছে। এ সংখ্যা ক্রমশ বাড়বে। www.surokkha.gov.bd লিখে ওয়েবসাইটে প্রবেশ করে জাতীয় পরিচয়পত্র ও নির্দিষ্ট তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশন ছাড়া কাউকেই টিকা দেয়া হবে না। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আরো জানান, ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহ থেকে ব্যাপক আকারে টিকা দেয়া হবে।
ভ্যাক্সিন গ্রহণ ও ভ্যাক্সিন প্রদানের তথ্য অনলাইনের মাধ্যমে যাচাই ও মনিটরিং করা হবে। কেউ কোভিড পজিটিভ হলে ৪ সপ্তাহের মধ্যে টিকা দেয়া যাবে না। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং নির্দিষ্ট গুরুতর রোগ থাকলেও দেয়া যাবে না করোনা টিকা।