ভ্যাকসিন বন্টনে কোন অনিয়ম বরদাশত করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৭:১০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
অন্তত ১৫ কোটি করোনা ভ্যাকসিনের ডোজ রাখার ব্যবস্থা সরকারের হাতে রয়েছে। তাই বিদেশ থেকে ৪/৫ কোটি ভ্যাকসিন চলে এলে সেগুলো সঠিকভাবে প্রয়োগে কোন সমস্যা হবে না বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি আরো বলেন, ভ্যাকসিন বন্টনে কোন অনিয়ম বরদাশত করা হবে না। করোনা ভ্যাকসিন প্রয়োগ ও বিতরণ সংক্রান্ত সভায় এসব কথা বলেন তিনি।
বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের ভ্যাকসিন প্রয়োগ ও বিতরণ সংক্রান্ত সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এসময় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ভ্যাকসিন সংরক্ষণ ও প্রয়োগে সরকার পুরোপুরি প্রস্তুত।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিন প্রদানে কোন অনিয়ম যাতে না হয় সেজন্য দেশের ঔষধ প্রশাসন অধিদপ্তর কঠোরভাবে মনিটরিং করবে।ভ্যাকসিন সংক্রান্ত সকল তথ্য যেন মানুষ দ্রুত জানতে পারে সেজন্য স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে নিয়মিত ভ্যাকসিন বুলেটিন প্রচার করা হবে। আর আইসিটি মন্ত্রণালয়ের মাধ্যমে ভ্যাকসিন প্রদান সংক্রান্ত একটি অ্যাপস তৈরি প্রায় চুড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।