ভ্যাকসিন সংগ্রহে সরকার পানি ঘোলা করে খাচ্ছে
- আপডেট সময় : ০৮:৫০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
ভ্যাকসিন সংগ্রহে সরকার পানি ঘোলা করে খাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একটি উৎসের ওপর নির্ভরশীল না থেকে বিকল্প হিসেবে চীন-রাশিয়ার কথা বিএনপি একবছর আগেই পরামর্শ দিয়েছিল। কিন্তু মহামারির সমাধান না করে করোনা নিয়ে ব্যবসায় জড়িয়ে পড়েছে সরকার। সকালে গুলশানে এক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
১২ বছর ধরে দেশে গণতান্ত্রিক আন্দোলনে অংশ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুম, খুন ও নির্যাতিতদের পরিবারকে ঈদ উপহার দিতে শুক্রবার সকালে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি।
এতে অংশ নেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতাকর্মী ও নির্যাতিত পরিবারের সদস্যরা।
প্রতিদিনই দলের নেতাকর্মীরা সরকারের দমন পীড়নের শিকার হচ্ছেন বলে দাবি বিএনপি নেতাদের। প্রশাসনের হাতে নির্যাতিত পরিবারের সদস্যদের ঈদ উপহার তুলে দেন মহাসচিব।
এর আগে সরকারের নানা কর্মকান্ড নিয়ে গুম ও খুনের সমালোচনা করেন। মহামারীর সমস্যায় নজর না দিয়ে একটি প্রতিষ্ঠানকে সুবিধা দিয়ে দুর্নীতি করছে সরকার। ভ্যাকসিন সংগ্রহে এক বছর আগে দেয়া বিএনপির পরামর্শ করোনার উচ্চ সংক্রমণের সময় গ্রহণ করে জল ঘোলা করে খাওয়ার পথেই হাটছেন বলে উল্লেখ করেন তিনি।
নির্যাতিত ও নিপীড়িত পরিবারগুলোর শোককে শক্তিতে পরিণত করে এসরকারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান বিএনপি মহাসচিব।