গাজায় চলমান ইসরায়েলি বর্বরতাকে নাৎসি বাহিনীর সাথে তুলনা পুতিনের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১১:১৪ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
- / ১৮২৯ বার পড়া হয়েছে
গাজায় চলমান ইসরায়েলি বর্বরতাকে নাৎসি বাহিনীর সাথে তুলনা করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
কিরঘিজস্তান সফর চলকালে দেয়া এক বিবৃতিতে পুতিন বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনী যেভাবে লেনিনগ্রাদ অবরোধ করেছিল ইসরায়েলি বাহিনীও একইভাবে গাজা অবরোধ করে রেখেছে।
বেসামরিকদের ওপর ইসরায়েলি বিমান হামলায় উদ্বেগও জানান রুশ প্রেসিডেন্ট। পুতিন বলেন, ইসরায়েলকে হামলা করা হয়েছে। কিন্তু এর জবাবে তারা গাজায় নিষ্ঠুর হামলা চালিয়ে যাচ্ছে। গাজাকে অবরুদ্ধ করে ইসরায়েল ক্রমাগত বিমান হামলা চালাচ্ছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনী লেনিনগ্রাদ অবরোধ করে। ইসরায়েলি বাহিনীও একইভাবে গাজা অবরোধ করে রেখেছে।
কিরগিজস্তানে এক শীর্ষ সম্মেলনে পুতিন সাংবাদিকদের আরও বলেন, তার দৃষ্টিতে এটি অগ্রহণযোগ্য কারন সেখানে ২০ লাখেরও বেশি মানুষ বাস করে এবং তারা সবাই হামাসকে সমর্থন করে।