ভয়াবহ বিপর্যয়ের মুখে যুক্তরাষ্ট্র
- আপডেট সময় : ০২:৪০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
ভয়াবহ বিপর্যয়ের মুখে যুক্তরাষ্ট্র। করোনা মহামারির কারণে ক্ষুধা ও দারিদ্র্য আরও ভয়ংকর রূপ নিয়েছে।খোদ সরকারের এক রিপোর্ট মতে, এই মুহূর্তে ক্ষুধায় ধুঁকছে দুই কোটিরও বেশি নিচু আয়ের মানুষ। সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এমনকি দুর্ভিক্ষও দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের আদমশুমারি দপ্তর সেন্সাস ব্যুরোর রিপোর্টটি চলতি সপ্তাহে প্রকাশিত হয়েছে। রিপোর্ট মতে, যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রায় চার কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। ২০২০ সালে দরিদ্রের সংখ্যা ছিল তিন কোটি ৭০ লাখ। মোট জনগণের প্রায় ১১.৪ শতাংশ।
ত্রাণ সহায়তা কর্মসূচি শুরু করে প্রেসিডেন্ট জো বাইডেন সরকার। এই কর্মসূচির ফলে বার্ষিক আয় ৭৫ হাজার ডলারের কম, এমন আয়ের মার্কিন নাগরিকরা মাথাপিছু এক হাজার ৪০০ ডলারের চেক পান। আর সপ্তাহে ৪০০ ডলার করে ফেডারেল ভাতা পান বেকাররা। সরকারের পক্ষ থেকে নতুন করে ত্রাণের অর্থ বিতরণের সম্ভাবনাও নেই। ফলে বিপদে পড়েছে কোটি কোটি মানুষ।