ভয় পেয়ে ঘরে বসে থাকলে চলবে না :প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৩:২৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভয় পেয়ে ঘরে বসে থাকলে চলবে না। করোনার বিরুদ্ধেও কাজ চালিয়ে যেতে হবে। দুপুরে বাজেট অধিবেশনে শোক প্রস্তাবের উপর আলোচনায় এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, উন্নত পশ্চিমা বিশ্বকে পর্যুদস্ত করে করোনার মূল ঢেউ এখন দক্ষিণ এশিয়ায় , সরকার সাধ্যমত চেষ্টা করছে এই যুদ্ধে জয়ী হতে। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। রোগের সাথে যুদ্ধে জয়ী হতে হবে। তবে কাউকে না খাইয়ে মারার মত পদক্ষেপ সরকার নিতে পারে না। তাই সীমীত আকারে কিছু কিছু খাত খুলে দেয়া হচ্ছে।সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ’র মৃত্যুতে অপূরণীয় ক্ষতি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ একটি পরিবার। তার অন্যতম সদস্যদের হারিয়েছি। এ ক্ষতিপূরন হয় না। প্রতিটি লড়াই সংগ্রাম অর্জনে মোহাম্মদ নাসিম ও শেখ মোহাম্মদ আব্দুল্লাহ পাশে ছিলেন। স্বজনদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।