মঙ্গলবার থেকে শুরু হচ্ছে জাতীয় সাঁতার প্রতিযোগিতা
- আপডেট সময় : ০৯:৪৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২
- / ১৫৯০ বার পড়া হয়েছে
মঙ্গলবার থেকে শুরু হচ্ছে জাতীয় সাঁতার প্রতিযোগিতা। চারদিন ব্যাপী জাতীয় সাঁতার সমাপ্ত হবে ১ এপ্রিল। পুরুষ ও নারী বিভাগ থেকে মোট ৫৮০ খেলোয়াড় অংশ নিচ্ছেন প্রতিযোগিতায়।
সাঁতারে সমান ১৯টি করে ৩৮টি, পুরুষ বিভাগে ডাইভিংয়ে ৩টি ও ওয়াটারপোলোর ১টি ইভেন্টে লড়বেন প্রতিযোগীরা। তবে, এবারের জাতীয় চ্যাম্পিয়নশিপে নেই দুই অলিম্পিয়ান। টোকিও অলিম্পিকে খেলা জুনাইনা আহমেদ ও আরিফুল ইসলাম অংশগ্রহণ করবেন না। আরিফুল প্রবাস জীবন বেছে নিয়েছেন প্যারিসে, আর জুনাইনা সাঁতার থেকে চিকিৎসাবিদ্যায় মনোযোগী হয়েছেন। এবারের জাতীয় চ্যাম্পিয়নশিপে সাঁতারুদের উৎসাহ দিতে থাকছে আর্থিক পুরস্কার। যেসব ইভেন্টে রেকর্ড হবে ফেডারেশনের পক্ষ থেকে পুরস্কার দেয়া হবে। সাঁতারুদের টাইমিংয়ে উন্নতির প্রত্যাশা সাধারণ সম্পাদক এমবি সাইফের। ২০১৩ সাল থেকে জাতীয় সাঁতারে পৃষ্ঠপোষকতা করছে ম্যাক্স গ্রুপ।