মঙ্গল গ্রহে প্রথমবারের মত ড্রোন ওড়ালো নাসা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১
- / ১৫৬১ বার পড়া হয়েছে
পৃথিবীর বাইরে এই প্রথম অন্য কোনো গ্রহে ড্রোন ওড়াতে সক্ষম হল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ইনজেনুইটি নামের ড্রোনটি প্রায় এক মিনিট ধরে মঙ্গলগ্রহের বাতাসে প্রথমবারের ভেসে ছিল।
উড্ডয়নের পর মঙ্গলের মাটিতে নিজের ছায়ার ছবি তুলে পৃথিবীতে পাঠায় ইনজেনুয়িনিটি। এরপরই নাসার কন্ট্রোল রুমের সবাই উল্লাসে মেতে ওঠে। গেলো ফেব্রুয়ারিতে নাসার মহাকাশযান ‘পারসেভিয়ারেন্স রোভারে’ করে পৃথিবী থেকে মঙ্গল গ্রহে যায় এটি। দূরের কোন গ্রহ সম্পর্কে জানতে সহায়তা করতে পারে এই ড্রোন। ভবিষ্যতে অন্যান্য রোভারকে সঙ্গ দিতেও পাঠানো হতে পারে ড্রোন। এমনকি মঙ্গলে কোনদিন নভোচারী পাঠানো হলে তাদের চলাচলেও সহায়তা করতে পারবে এধরনের ড্রোন।