মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ। যথাযোগ্য মর্যাদায় টাঙ্গাইলে নানা কর্মসুচিতে নেতাকে স্মরণ করা হচ্ছে।
সকাল সাড়ে সাতটায় ভাসানীর মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন। এরপর মাজার জিয়ারত করেন ভিসির সঙ্গে থাকা কর্মকর্তারা। এরপর মাওলানা ভাসানীর পরিবার, জেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কৃষক শ্রমিক জনতা লীগসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, টাঙ্গাইল প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শ্রদ্বা জানান। দিবসটিতে বিভিন্ন সংগঠনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে।