পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ সাড়ে ১২ হাজার টাকা
- আপডেট সময় : ০৭:০৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩
- / ১৭৭৯ বার পড়া হয়েছে
তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম নতুন মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। মজুরি বোর্ডের সভায় সুপারিশ চূড়ান্ত করার পর মন্ত্রণালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী জানান আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর হবে। এদিকে শ্রমিকদের পক্ষ থেকে নির্ধারিত এই মজুরি প্রত্যাখান করে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয়া হয়।
অস্বাভাবিক মূল্যস্ফীতির কারণে নিত্যপণ্যের বাজার যখন আকাশচুম্বী, তখন পেটের দায়ে নিজেদের ন্যায্য অধিকারের দাবিতে রাস্তায় নামে আসে পোশাক শ্রমিকেরা। ক্রমশ পোশাক শ্রমিকদের দাবি ক্ষোভ থেকে সহিংসতায়।
এমন বাস্তবতায় মজুরি বাড়ানো লক্ষ্যে বেলা সাড়ে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের সভাকক্ষে আলোচনায় অংশ নেন শ্রমিক ও মালিক পক্ষের প্রতিনিধিরা।
সভা শুরুর আগেই আন্দোলনরত পোশাক শ্রমিক ও তাদের কর্মচারীরা জানান তাদের প্রত্যাশার কথা।
মজুরি বোর্ডের ৬ষ্ঠ সভায় শ্রমিকদের চূড়ান্ত হওয়া মজুরি সরকারকের নির্দেশেই ঘোষণা করা হচ্ছে জানি শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী জানান, পূর্বের ৮ হাজার টাকা থেকে নূন্যতম মজুরি বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা হবে। এছাড়া তাদের জন্য বছরে ৫ শতাংশ ইনক্রিমেন্ট থাকবে।
মালিক ও শ্রমিক উভয় পক্ষ এই কাঠামোতে সম্মতি জানিয়ে শ্রমিকদের কাজে যোগ দেয়ার আহ্বান জানালেও মজুরি বাড়ানোর দাবিতে ‘গার্মেন্টস শ্রমিক আন্দোলন’র ব্যানারে মজুরি প্রত্যাখ্যান ও পুনঃবিবেচনার দাবি জানিয়েছেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের কেন্দ্রের সভাপতি শ্রমিক নেতা অ্যাডভোকেট মন্টু ঘোষ।