মঞ্চের আলোয় নেচে বেড়াচ্ছে ছোট্ট এক টুনটুনী
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
মঞ্চের আলোয় নেচে বেড়াচ্ছে ছোট্ট এক টুনটুনী। নাটকের নাম, ‘টুনির মহাকান্ড’। শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র প্রযোজিত নাটকটি মঞ্চস্থ হলো মঙ্গলবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে।
ছোট ছোট শিশু কিশোরেরা হাসছে, নাচছে, গাইছে। অভিনয় করছে দক্ষ শিল্পীর মতো। টুনির মহাকান্ড নাটকে বর্ণিল পরিবেশনা হলো স্টুডিও থিয়েটারের মতো পেশাদারী মঞ্চে। ক্ষুদে শিল্পীদের প্রতিভা আর প্রাণোচ্ছ্বলতা চোখে পড়ার মতো।
নানা প্রতিবন্ধকতার মাঝেও পথশিশুদের পাশপাশি সাধারণ মধ্যবিত্ত পরিবারে শিশুদের শিল্পচর্চার সাথে সম্পৃক্ত করতেই এমন উদ্যোগ জানান নির্দেশক।
ঢাকায় যেখানে দালানের ভিড়ে একটা খেলার জায়গা বা অবকাশ খুঁজে না পেয়ে গুমরে ওঠে শিশুদের মন, সেখানে এক চিলতে মুক্ত আকাশের সন্ধান দিলো এই টুনির মহাকান্ড।