মডেল ফারিয়া মাহাবুব পিয়াসা এবং মরিয়ম আক্তার মৌ নামের এক মডেলকে আটক
- আপডেট সময় : ০১:৩৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
রাজধানীর বারিধারা এলাকা থেকে মডেল ফারিয়া মাহাবুব পিয়াসা এবং মোহাম্মদপুর থেকে মরিয়ম আক্তার মৌ নামের এক মডেলকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার রাত ১০টার পর আলাদা অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। দুই নারীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ। দুজনকেই ইয়াবা, মদ ও বিভিন্ন নেশাজাতীয় দ্রব্যসহ আটক করা হয়। পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশিদ রাতে সাংবাদিকদের বলেন, পিয়াসা এবং মৌয়ের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। পিয়াসা বারিধারায় একটি ফ্ল্যাটে থাকেন। আর মৌ থাকেন মোহাম্মাদপুরে। তাঁরা দুজনই একই চক্রের সদস্য। তাঁদের বিরুদ্ধে উঠতি বয়সের ছেলেদের নিয়ে এসে মাদক দ্রব্যাদি সেবন করিয়ে আপত্তিকর ছবি তুলতেন।পরে ব্ল্যাকমেল করে ভুক্তভোগীদের কাছ থেকে টাকা আদায় করতেন দুজনই। তাঁদের বিরুদ্ধে গুলশান ও মোহাম্মাদপুর থানায় মামলা হবে।