মধ্যপ্রাচ্যগামী এয়ারলাইন্সগুলো সিন্ডিকেট করে বিমানের ভাড়া বৃদ্ধি করছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০১:৪৯ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
মধ্যপ্রাচ্যগামী এয়ারলাইন্সগুলো সিন্ডিকেট করে বিমানের ভাড়া বৃদ্ধি করছে। এতে অতিরিক্ত টাকায় টিকেট কিনতে গিয়ে আর্থিক সঙ্কটের পাশাপাশি বিড়ম্বনারও শিকার হচ্ছে প্রবাসীরা।
সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করে বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি-বায়রা। সংগঠনের নেতারা জানান, টিকিট দূষ্প্রাপ্যতা, মূল্যবৃদ্ধিসহ নানা হয়রানির শিকার হচ্ছে বিদেশগামীরা। আন্তর্জাতিক রুটে ৮০ শতাংশ যাত্রী বিদেশী বিমানে যাতায়াত করায়, দেশীয় বিমান সংস্থা নিজেদের অতিরিক্ত মুনাফর আশায় টিকিটের দাম বাড়িয়েছে বলে দাবি করেন সংগঠনের নেতারা। অবিলম্বে নীতিমালা প্রণয়নের মাধ্যমে বিদেশগামীদের বিমান টিকিটের মূল্য সহনীয় পর্যায়ে নেয়ার দাবী বায়রা নেতাদের।