মধ্যপ্রাচ্যসহ নতুন কয়েকটি দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় কিছুটা আতঙ্কের বিষয়

- আপডেট সময় : ১১:০৪:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
চীনে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা কমে আসলেও মধ্যপ্রাচ্যসহ নতুন কয়েকটি দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় কিছুটা আতঙ্কের বিষয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। অন্যদিকে দেশে এখনো কোন রোগীর শরীরে এই ভাইরাসের অস্তিত্ব খুজে না পাওয়ায় ভয়ের কিছু নেই বলে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক ডা: মীরজাদী সেব্রিনা ফ্লোরা। করোনা নিয়ে মঙ্গলবার আলাদা ব্রিফিংয়ে সাংবাদিকদের এ সব জানান তারা।
দুপুরে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে পাঁচশত করোনাভাইরাস শনাক্তকরণ কিট হস্তান্তর করেন চীনা রাষ্ট্রদূত লি জিমিং। এ সময় রাষ্ট্রদুতকে ধন্যবাদ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইতোমধ্যেই ৩ লাখ মানুষের পরীক্ষা দেশেই করা হয়েছে। তবে কিছুটা আতংক রয়েছে।
অন্যদিকে আইইডিসিআর পরিচালক নিয়মিত ব্রিফিং এ করোনার সবশেষ পরিস্থিতি তুলে ধরেন। বলেন এখনো কেউ আক্রান্ত হয়নি দেশে। তাই ভয়ের কিছু নেই। তিনি জানান, করোনায় কেউ আক্রান্ত হলেও সাধারণ রোগীরা ১৪ দিনের মধ্যে সুস্থ হয়। আর গুরুতরভাবে আক্রান্ত তাদের সুস্থ হতে ৬ সপ্তাহ সময় লাগে বলেও জানান ফ্লোরা।