মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ফরিদপুরের বোয়ালমারীর ১২ গ্রামের মানুষ রোজা রেখেছেন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ফরিদপুরের বোয়ালমারীর ১২ গ্রামের কয়েক হাজার মুসলমান রোজা রাখা শুরু করেছেন। পড়েছেন তারাবির নামাজও।
ভোরে সেহরি খেয়ে রোজা রাখা শুরু করেন তারা। এলাকাবাসী জানান, বোয়ালমারী উপজেলার ১২ গ্রামের কয়েক হাজার মানুষ ১৯২৮ থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করছেন। জেলা পরিষদ সদস্য ও শেখর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, এটা তাদের দীর্ঘদিনের রেওয়াজ।
দেশে প্রচলিত নিয়মের একদিন আগেই কিশোরগঞ্জের পাকুন্দিয়া গ্রামের শতাধিক মুসলিম নারী-পুরুষও ভোর রাতে সেহেরি খেয়ে রোজা রেখেছেন।