মধ্যপ্রাচ্য সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যকার সংঘাত নিরসনে মধ্যপ্রাচ্যে সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ।
মঙ্গলবার চারদিনের এই রাষ্ট্রীয় সফরে প্রথমে ইসরায়েলে পৌঁছান ব্লিনকেন । ইসরায়েলের তেল আবিব শহরে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি । এরপর তিনি যাবেন পশ্চিম তীরের রামাল্লায় । সেখানে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করবেন ব্লিনকেন। তবে এই দুই নেতার সঙ্গে সাক্ষাৎ করেই সফর শেষ নয় । এরপরেই তিনি যাবেন পার্শবর্তী দেশ মিসর ও জর্ডানে । সেখানে ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যকার সংঘাত নিরসন নিয়ে নানা পরামর্শ করবেন তিনি । ১১ দিন পর যুদ্ধ বিরতিতে মিসরের মধ্যস্থতার জন্য দেশটিকে স্বাগতও জানানোর কথা রয়েছে তার ।