মধ্যবিত্তদের জন্য ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রির পরিকল্পনা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪
- / ১৬০৯ বার পড়া হয়েছে
আগামীতে মধ্যবিত্তদের জন্য ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করছে সরকার বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
সকালে রাজধানীর মিরপুরে টিসিবির জুন মাসের পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনিএকথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ঈদের আগেই টিসিবির চলতি মাসের পণ্য কার্ডধারীদের হাতে পৌঁছানোর লক্ষ্যে কাজ চলছে। তিনি বলেন, আগামী অর্থবছরের শুরু থেকে স্থায়ী দোকানের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি শুরু করার পরিকল্পনা রয়েছে। এছাড়া, পণ্যের বাজার চাহিদা স্বাভাবিক রাখতে আগামী অর্থবছরেই টিসিবির জন্য সরকার বাফার স্টক তৈরির পরিকল্পনা করছে বলেও জানান আহসানুল ইসলাম টিটু।