মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেছে হজের খরচ
- আপডেট সময় : ০৩:২২:০২ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেছে হজের খরচ। এবার প্রতিটি প্যাকেজে বেড়েছে লাখ টাকারও বেশি। হজের বাড়তি খরচ জোগাতে হিমসিম খাচ্ছে অনেকে। একারণে দাবি উঠেছে হজে সরকারিভাবে ভর্তুকি দেয়ার।
অবসরপ্রাপ্ত চাকুরীজীবী আবুল হোসেন। দীর্ঘ বছর হজের জন্য সঞ্চয় করেছেন। ২০২০ এ রেজিস্ট্রেশনও করেছেন। তখন হজের প্রথম প্যাকেজের খরচ ছিল চার লাখ ২৫ হাজার টাকা আর দ্বিতীয় প্যাকেজে তিন লাখ ৬০ হাজার টাকা। এবার সেই প্যাকেজ ধরা হয়েছে ৫ লাখ ২৭ হাজার এবং চার লাখ ৬২ হাজার টাকা। বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয় খরচ আরো ৫৯ হাজার টাকা বাড়ায়। অল্প সময়ে বাড়তি টাকা যোগাড় করতে না পেরে চোখের জলে বুক ভাসান তিনি। তার মত এতই অবস্থা অনেক হজযাত্রীর।
হজের আনন্দ নিরানন্দে রূপ নিয়েছে অনেক প্রত্যাশীর জীবনে। প্যাকেজ মূল্য পুনঃনির্ধারণ ও সরকারিভাবে ভতুর্কি দেয়ার দাবি জানান তারা।
হজের খরচ কমাতে সরকারের সাথে বৈঠক হয়েছে বলে জানান হজ এজেন্সি পরিচালক।
সৌদি আরবের কারণেই খরচ বেড়েছে, জানালেন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক।
বাংলাদেশ থেকে এবার ৫৭ হাজার ৫২৫ জন হজে যাচ্ছেন। এর মধ্যে সরকারিভাবে চার হাজার আর বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫২৫ জন।