মধ্যরাতে পদোন্নতির ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের তলব
- আপডেট সময় : ০২:২৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০
- / ১৫২৪ বার পড়া হয়েছে
পেট্রোবাংলার পরিকল্পনা বিভাগের বিতর্কিত পরিচালক আইয়ুব খান চৌধুরীর দুই ছেলেসহ মধ্যরাতে ৬৩ কর্মকর্তাকে পদোন্নতির ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কর্ণফূলী গ্যাসের পদোন্নতি বোর্ডের সদস্যদের এবার তলব করেছে দুদক।
দুপুরে এ সংক্রান্ত একটি চিঠি কর্ণফূলী গ্যাসের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পৌছে দেয় দুদকের প্রতিনিধি দল। আগামী ২২ নভেম্বর দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম অঞ্চলের অফিসে হাজির হয়ে মধ্যরাতে পদোন্নতি দেয়ার ঘটনার ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একই সঙ্গে আইয়ুব খান চৌধুরীর দুই ছেলে আশেক উল্লাহ চৌধুরী ও মহিউদ্দিন চৌধুরীর সার্ভিসবুক দুদকে জব্দ থাকা অবস্থায় কিভাবে তাদের পদন্নতি হলো এই বিষয়টিও জানতে চাওয়া হয়েছে। এর আগে পদন্নতি পাওয়া কর্মকর্তাদের মূল নথি তলব করেছিলো দুদক। কর্ণফূলী গ্যাসের পক্ষ থেকে ফাইলগুলো দিতে এক মাস সময় চেয়ে আবেদন জানানো হয়। এই বিষয়টিরও যৌক্তিকতা জানতে চাওয়া হয়েছে কর্ণফূলী গ্যাসের শীর্ষ কর্মকর্তাদের কাছে। অভিযোগ রয়েছে বিতর্কিত এই পদন্নতি নিয়ে সরকারের একাধিক সংস্থা তদন্ত শুরু করলে মন্ত্রণালয়ের নির্দেশে সবাইকে পুর্বের স্থানে কাজ করার নির্দেশনা জারি করা হয়। কিন্তু চলতি মাস থেকে নতুন পদের বিপরীতে বেতন তুলতে শুরু করেছে বিতর্কিত কর্মকর্তারা।