মনোনয়নপত্র ফিরে পেতে দ্বিতীয় দিনে আপীল ১৪১ প্রার্থীর
- আপডেট সময় : ০৭:০৯:১৬ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
- / ১৬৬৬ বার পড়া হয়েছে
বাতিল হওয়া মনোনয়নপত্র ফিরে পেতে নির্বাচন কমিশনে দ্বিতীয় দিনে আপীল করেছেন ১৪১ প্রার্থী। তাদের অধিকাংশ স্বতন্ত্র। আর বেশিরভাগ প্রার্থীর ১ শতাংশ ভোটারের স্বাক্ষর জটিলতায় মনোনয়নপত্র বাতিল হয়। এক শতাংশ ভোটারের বিধানকে ‘কালা কানুন’ বলে দাবি করেন তারা। এছাড়া ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগও করেন অনেক প্রার্থী।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনের মতো অধিকাংশ স্বতন্ত্র প্রার্থীর অভিন্ন অভিযোগ। ভোট থেকে দূরে রাখার কৌশল হিসেবে এক শতাংশ ভোটারের সমর্থন দেখানোর আইন করা হয়েছে।
ঠুনকো ভুলের কারণেও অনেকের মনোনয়পত্র বাতিল করা হয়েছে বলে দাবি করেন প্রার্থীরা। শুনানীতেও বাতিল হলে, উচ্চ আদালতে যাওয়ার কথা জানান তারা। বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর মনোনয়নপত্র বৈধতার বিরুদ্ধে আপিল করেছেন বরিশাল-৫ আসনের আওয়ামী লীগ প্রার্থী পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।