মন্দিরে হামলা ও লুটপাটের অভিযোগে ৪ জনকে গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২০:৫৮ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
নোয়াখালীর চৌমুহনীতে মন্দিরে হামলা ও লুটপাটের অভিযোগে রুবেল, রাকিব, রিপন ও সোহাগ নামের ৪ জনকে গ্রেফতার করেছে রেব। এসময় তাদের কাছ থেকে মন্দিরের লুন্ঠিত পূজার সামগ্রী ও মালামাল উদ্ধার করা হয়।
সকালে রাজধানীর কাওরান বাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রেবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বলেন, ভিডিও ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর ডেমরা, নারায়ণগঞ্জ এবং নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে মন্দিরে হামলা, লুটপাটের ঘটনায় জড়িত কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে মন্দিরের লুন্ঠিত পিতলের তৈরি প্রতিমা, বাংলাদেশী মুদ্রার কয়েন, নগদ টাকাসহ উদ্ধার করা হয় বেশকিছু পূজার সামগ্রী।