ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সেচ পাম্প, গবাদি পশু নিয়ে যাচ্ছে চোর চক্র

- আপডেট সময় : ০৫:৪৯:১৯ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
- / ১৭২৪ বার পড়া হয়েছে
সেচ পাম্প চুরির হিড়িক পড়েছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে। এতে আতঙ্কে দিন কাটছে স্থানীয় কৃষকদের। শুধু সেচ পাম্প নয়, অটোরিকশার ব্যাটারী, গবাদিপশুও চুরি করে নিয়ে যাচ্ছে চক্রটি। চুরি ঠেকানো না গেলে শুকনো মৌসুমে ব্যাহত হবে ফসল উৎপাদন বলছে, কৃষি বিভাগ। পুলিশ প্রশাসন বলছে, চোর চক্রকে ধরতে সচেতনতার পাশাপাশি নেয়া হচ্ছে ব্যবস্থা।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার খ্যাতি রয়েছে শস্যভান্ডার নামে। কিন্তু ভালো নেই এই অঞ্চলের কৃষকরা। প্রতিদিন চুরি হচ্ছে সেচ পাম্প। উপজেলার উচাখিলা ইউনিয়নের আলাদিয়া, চর আলগী, নামাপাড়া, মরিচার চরসহ আশেপাশের কয়েকটি গ্রাম থেকে তিন মাসে চুরি হয়েছে শতাধিক সেচ পাম্প। রাতে না ঘুমিয়ে পাহারা দিচ্ছেন মোটর। এতে আর্থিক ক্ষতিসহ সেচ পাম্প নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ১০ হাজারেরও বেশি কৃষক।
সেচ পাম্প চুরি বন্ধ না হলে আসছে রবি মৌসমে সেচের অভাবে ফসলে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কার কথা জানান কৃষি বিভাগের কর্মকর্তা।
এদিকে, চোর চক্রকে ধরতে এবং চুরি ঠেকাতে পুরাতন সেচ পাম্প ক্রয় বিক্রয় না করতে ব্যবসায়ীদের নির্দেশ দিয়েছে পুলিশ।
সেচ পাম্প চুরি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা ঈশ্বরগঞ্জবাসীর।