ময়মনসিংহে বেড়েই চলেছে ব্যাটারী চালিত অটোরিকশার দাপট
- আপডেট সময় : ১১:৪৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
- / ১৬৬২ বার পড়া হয়েছে
ময়মনসিংহে দিনকে দিন বেড়েই চলেছে ব্যাটারী চালিত অটোরিকশার দাপট। যত্রতত্র স্ট্যান্ড আর যাত্রী ওঠানামা করায় সড়কে বাড়ছে যানজট। মহাসড়কসহ বিভিন্ন সড়কের মোড়গুলো পরিণত হয়েছে অটোস্ট্যান্ডে। রাস্তার উপর দাঁড়িয়ে থাকায় ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন পথচারীরা। এতে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। এদিকে পুলিশ প্রশাসন বলছে, রাতারাতি শহরের যানজট নিরসন করা সম্ভব নয়।
সড়ক দখল করে যাত্রীর অপেক্ষায় ব্যাটারী চালিত অটোরিকশা। ময়মনসিংহ শহরের প্রতিটি মোড় এখন পরিণত হয়েছে অটোরিকশার অস্থায়ী স্ট্যান্ড। এতে রাস্তার প্রশস্থতা কমে যাওয়ায় বাড়ছে যানজট। ময়মনসিংহে শহরে প্রতিদিন ১২ হাজারেরও বেশি ব্যাটারী চালিত অটোরিকশা চলাচল করে। কোন নিয়মনীতি না থাকায় দাপটের সাথে মহাসড়ক থেকে শুরু করে অলিগলিতে চলছে এসব যানবাহন।
এদিকে নগরীর সড়কগুলো প্রশস্থ না হওয়া পর্যন্ত এসব বিপদজনক যানবাহন নিয়ন্ত্রনের দাবি জানান নাগরিক সমাজের।ময়মনসিংহের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে অটোরিকশার বিষয়ে সকলের সাথে সমন্বয় করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান পুলিশ সুপার।
জনদুর্ভোগ লাঘবে ব্যাটারী চালিত অটোরিকশার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ময়মনসিংহবাসীর।