ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনে দুই প্রার্থীর নির্বাচন বর্জন
- আপডেট সময় : ০৬:৩১:২৭ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
- / ১৮২১ বার পড়া হয়েছে
ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনে নির্বাচন বর্জন করেছেন দুই প্রার্থী। অনিয়মের অভিযোগ এনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কায়সার আহাম্মদ এবং ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেন দীপু সরে দাঁড়িয়েছেন।
সকালে কায়সার আহাম্মদ সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। তিনি অভিযোগ করেন, নৌকা সমর্থকরা প্রতিটি কেন্দ্রে ঢুকে ঈগল প্রতীকের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে প্রকাশ্যে নৌকায় সিল মারার মহোৎসবে মেতে উঠে। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নৌকার এজেন্ট এবং কর্মীসমর্থকরা নৌকায় সিল মেরে ব্যালট বাক্স ভরে রাখছে। প্রশাসনকে জানিয়েও কোনো প্রতিকার পাননি বলে জানান তিনি।
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন যশোর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন। সকালে নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি নৌকার প্রার্থীর বিরুদ্ধে প্রভাব বিস্তার, অনিয়ম ও ৫৫টি ভোটকেন্দ্র দখলের অভিযোগ আনেন। জানান, ৯ জন এজেন্টকে মারধর করা হয়েছে । বের করে দেয়া হয়েছে অধিকাংশ কেন্দ্রের এজেন্টদের। ভোটার ও কর্মীদের হুমকি দেয়া হচ্ছে। এ পর্যন্ত ১৫০ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানান তিনি।
বরগুনা- ১ আসনের পরিরখাল কেন্দ্রে ছাবেত হোসেন নামের এক যুবক জাল ভোট দিতে এসে আটক হয়েছে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।