মরক্কোর উপকূলে নৌকাডুবিতে ৩ শিশুসহ মোট ৪৩ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
মরক্কোর দক্ষিণাঞ্চলীয় তারফায়া উপকূলে নৌকাডুবিতে ৩ শিশুসহ মোট ৪৩ জন অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারিয়েছে। এখন পর্যন্ত দুই জনের মরদেহ উদ্ধার করা গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
রোববার ভোরে তারফায়া উপকূলে এসে নৌকাটি ডুবে যায়। এসময় সাহায্যের জন্য চিৎকার করতে থাকে অভিবাসীরা। পরে, তাদের অবস্থান চিহ্নিত করে প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর উদ্ধার করা হয়। এসময় ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানান উদ্ধারকর্মীরা। অবৈধভাবে স্পেনে প্রবেশের সময় ২০২১ সালে নৌকাডুবির কবলে পড়ে প্রাণ হারায় চার হাজারেরও বেশি অভিবাসী । ২০২০ সালের চেয়ে এ সংখ্যা প্রায় দ্বিগুণ। তাছাড়া, এসব অভিবাসীদের বেশিরভাগেরই মরদেহ উদ্ধার সম্ভব হয় না।