মরমী সাধক হাছন রাজার ১৬৫তম জন্মদিন আজ

- আপডেট সময় : ০৮:২৬:৩২ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯
- / ১৫৭২ বার পড়া হয়েছে
মানবতার চিরন্তন বাণী ও ভাবধর্মী গানের রচয়িতা- মরমী সাধক হাছন রাজার ১৬৫তম জন্মদিন আজ। ১৮৫৪ সালের ২১ ডিসেম্বর সুনামগঞ্জ শহরের সুরমা নদীতীরের লক্ষ্মণশ্রী গ্রামের ধনাঢ্য এক প্রতাপশালী জমিদার পরিবারে জন্ম নেন তিনি। বাবা দেওয়ান আলী রাজা চৌধুরী ও মা হুরমত বিবি। তার জন্মবার্ষিকী পারিবারিকভাবে স্বল্প পরিসরে উদযাপন করা হলেও সরকারীভাবে বর্ণাঢ্য আয়োজনে উদযাপনের দাবী ভক্তদের।
হাওর-বাওড় ও মেঘালয় পাহাড়ের পাদদেশের সুনামগঞ্জ ‘হাসন রাজার দেশ’ হিসেবেই পরিচিত। মরমী সাধকের জন্ম ও মৃত্যু এই ডিসেম্বর মাসেই। তবে তাঁর জন্ম এবং মৃত্যু দিবসে তেমন আয়োজন থাকে না সুনামগঞ্জে। এবছর পারিবারিকভাবেও আয়োজন হয়নি কোন অনুষ্ঠানের। তাই কোন আয়োজন ছাড়াই পার হলো হাসন রাজার ১৬৫তম জন্ম বার্ষিকীও।
প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাসন রাজার মিউজিয়ামে রক্ষিত পোশাক, তলোয়ার, বাদ্যযন্ত্রসহ রক্ষিত পুস্তক দেখতে আসে দর্শনার্থীরা। মিউজিয়ামটি অবহেলিত উল্লেখ করে এর আধুনিকায়নের দাবী ভক্তদের। এছাড়া এই মিউজিয়ামকে বড় সংগ্রহশালায় পরিনত করার দাবী জানালেন হাসন রাজার বংশধর। এদিকে, ১৬৫তম জন্ম বার্ষিকীতে হাসন রাজা মিউজিয়াম স্থাপনের উদ্যোগ নেয়ার কথা জানান, জেলা প্রশাসক।