মরুভুমির ‘ক্যাকটাস’ কখনো কখনো ভয়ঙ্কর
- আপডেট সময় : ০৪:৩৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০১৯
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
মরুভুমির ‘ক্যাকটাস’ দেখতে সুন্দর আর উপকারী উদ্ভিদ হলেও কখনো কখনো ভয়ঙ্করও বটে! অ্যারিজোনা মরুভূমিতে সাইকেল চালাতে গিয়ে, তা হাড়ে হাড়ে টের পেয়েছেন এক মার্কিন নারী।
শান্তশিষ্ট পরিবেশে নিরিবিলি সাইকেল চালানোর জন্য যুক্তরাষ্ট্রের আরিজোনা মরুভূমি নিঃসন্দেহে আকর্ষণ স্থান। একারণেই সেখানে নেমে পড়েছিলেন এক দম্পতি। পরিবেশটাও ছিল সুন্দর ছিমছাম।
সব ভালো হলেও, নারী সাইক্লিস্ট নিজের দোষেই গোল পাকিয়ে ফেলেন। সাইকেল চালানোর এক পর্যায়ে ভারসাম্য হারিয়ে পড়ে যান। পড়বিতো পড় মালির ঘাড়ের মতোই, তপ্ত বালুতে নয়, পড়লেন সরাসরি ক্যাসটাসের ঝোপে।
পোষা কুকুরটি ছিল পিছু পিছু। দুর্ঘটনার পর দ্রুতই স্বামীও পৌঁছে যান ঘটনাস্থলে। এরপর চলে সারা শরীরে লেগে থাকা ক্যাকটাস ছাড়ানোর বেদনাদায়ক কর্মযজ্ঞ।
ভাইরাল হওয়া ভিডিওটি দেখে অনেকেই ওই নারীর শারীরিক অবস্থা নিয়ে শঙ্কিত। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, শরীরে অসংখ্য কাঁটা ফুটলেও তা প্রাণঘাতি ছিল না।