মশা নিধনে ব্যর্থ সরকার দেশকে মৃ’ত্যুর মিছিলে পরিণত করেছে : মঈন খান

- আপডেট সময় : ০৮:৪৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭৪৭ বার পড়া হয়েছে
মশা নিধনে ব্যর্থ সরকার দেশকে মৃত্যুর মিছিলে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ড. মঈন খান। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ডেঙ্গু সংক্রান্ত সেমিনারে এ কথা বলেন তিনি। দুর্নীতির কারণে ব্যর্থ সিটি কর্পোরেশন নাগরিকদের সুরক্ষা না দিয়ে উল্টো জরিমানা করছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, মানুষের জীবন রক্ষায় এই সরকারের পতনের কোন বিকল্প নেই।
ডেঙ্গু পরিস্থিতি ও করণীয় তুলে ধরতে বিকেলে গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন।
সভায় বক্তরা বলেন, মানুষের প্রতি দায়বদ্ধতা নেই বলেই ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন, এ সরকার মানুষের কোন মৌলিক চাহিদাই পূরণ করতে পারেনি।
শুধু দুর্নীতিতে মেতে সিটি কর্পোরেশন ডেঙ্গু নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় নি বলেও জানান তিনি।
মানুষের জন্য কাজ করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন… বলেন তিনি।