মশা নিধন ও পরিছন্নতা কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে নগরবাসীর সহযোগিতা চেয়েছেন আতিকুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪০:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
মশা নিধন ও পরিছন্নতা কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে নগরবাসীর সহযোগিতা চেয়েছেন ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম।
রাজধানীর গুলশানে নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই সহযোগিতা চান। এসময় মশা নিধনে বছরব্যাপী কর্মপরিকল্পনা তুলে ধরেন সিটি মেয়র। তিনি জানান, কার্যক্রম কতটুকু ফলপ্রসু হচ্ছে তা নির্ণয়ের জন্য, ২০ অক্টবর হতে পুণরায় সার্ভে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একই সাথে মশার চিহ্নিত প্রজননস্থল সার্বক্ষনিক মনিটর করা পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করাসহ কিউলেক্স ও এডিস মশা নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়া হবে। বছরব্যাপী কর্মপরিকল্পনার সফল করার জন্য প্রত্যেক ওয়ার্ড কমিশনারকে দায়িত্ব পালনের আহ্বান জানান মেয়র আতিকুল ইসলাম ।