মশা বিরোধী অভিযানে জরিমানার অর্থ ডেঙ্গুতে মৃত পরিবারকে দেয়ার প্রস্তাব বিএসএমএমইউ ভিসি’র
- আপডেট সময় : ০৭:৪৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৪৩ বার পড়া হয়েছে
এডিস মশা বিরোধী অভিযানে জরিমানার অর্থ ডেঙ্গুতে মারা যাওয়া পরিবারকে দেয়ার প্রস্তাব দিয়েছেন বিএসএমএমইউ’র ভিসি অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ। তিনি বলেন, জেলা-উপজেলায় গাইড লাইন মেনে চিকিৎসা নিলে, কোনো ডেঙ্গু রোগীর ঢাকায় আসার প্রয়োজন নেই। সকালে এফডিসিতে ডেঙ্গু নিয়ে ছায়া সংসদ বিতর্কে একথা বলেন অধ্যাপক শারফুদ্দিন। আর ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ডেঙ্গুরোধে সমন্বিত প্রচেষ্টা না চালালে, মৃত্যুর মিছিল থামানো যাবে না।
ডেঙ্গু পরিস্থিতিকে মহামারি বলা না হলেও, এর ভয়াবহতা মহামারির চেয়ে কম নয়। দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ায় সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নিতে বেগ পেতে হচ্ছে রোগীদের।
এমন পরিস্থিতিতে রাজধানীর এফডিসিতে ডেঙ্গুর ভয়াবহতা প্রতিরোধে করনীয় নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্কে অংশ নেয় লালমাটিয়া সরকারি মহিলা কলেজ ও ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের বির্তাকিকরা।
সভাপতি বক্তব্যে, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ডেঙ্গুর ভয়াবহতা রোধে সমন্বিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই।
বিশেষ অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহম্মেদ বলেন, তৃণমূলে দেয়া গাইড লাইন মেনে চললে, ঢাকায় রোগীর চাপ কমবে। তিনি ডেঙ্গু প্রতিরোধে সারা বছর কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
বির্তকে লালমাটিয়া সরকারি মহিলা কলেজকে হারিয়ে ময়মনসিংহ আনন্দ মোহন কলেজ বিজয়ী হয়।