নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২৭
- আপডেট সময় : ০৮:০৯:৪১ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০
- / ১৫২৪ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের মসজিদে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন আরো একজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ জনে। দগ্ধ বাকি ১০ জনের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কামুক্ত হলেও ৯ জন এখনো আশঙ্কাজনক। এর মধ্যে ৪ জনকে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে এবং ৫ জনকে আইসিইউতে রাখা হয়েছে বলে জানান ডা. পার্থ শঙ্কর পাল।
এভাবেই নারায়নগঞ্জের বায়তুল সালাত জামে মসজিদে অগ্নিকান্ডে দগ্ধ ৫০ বছর বয়সী ফরিদের কথা বলছিলেন তার মাদ্রাসা পড়ুয়া বড় ছেলে আবু রায়হান। পরিবারের একমাত্র উপর্জনকারী আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তাই ছোট দুই ভাই বোনের ভবিষ্যৎ শঙ্কায় সে।
এ দুর্ঘটনার সাথে জড়িতদের বিচার দাবি করেন ভূক্তভোগী পরিবার।
চিকিৎসাধিন বাকিদের সবশেষ অবস্থার কথা তুলেন ধরেন, শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল।
গুরুতর দগ্ধদের বাঁচাতে শতভাগ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান ডা. পার্থ শঙ্কর পাল।