মসজিদে বিস্ফোরণের ঘটনার দায় কাউকে না কাউকে নিতেই হবে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৭২ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের মসজিদে হতাহত প্রত্যেককে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ চেয়ে করা রিটের শুনানিতে আদালত বলেছে, মসজিদে বিস্ফোরণের ঘটনার দায় কাউকে না কাউকে নিতেই হবে। দায় এড়ানো যাবে না। দুর্ঘটনায় দৃষ্টান্তমূলক সাজার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি শেষ হয় আজ। বুধবার আদেশের কার্যতালিকায় রিটটি রাখা হয়েছে।
বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আদেশের দিন নির্ধারণ করেন। সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মারিয়াম খন্দকার জনস্বার্থে এ রিট দায়ের করেন। রিটে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সচিব, তিতাস গ্যাস কর্তৃপক্ষ, নারায়ণগঞ্জের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। গত ৪ সেপ্টেম্বর মসজিদে বিস্ফোরণে মারাত্মকভাবে দগ্ধ ৩৭ জনের মধ্যে এ পর্যন্ত মারা গেছেন ২৭ জন।