মসজিদে বিস্ফোরণের ঘটনা নাশকতা কিনা তা তদন্ত করে দেখা হবে: ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:২৭:২০ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনা নাশকতা কিনা, তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় শোক দিবস উপলক্ষে কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আয়োজিত “বঙ্গবন্ধু : বাঙালির চেতনার বাতিঘর” শীর্ষক আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে এ কথা বলেন। এ সময় পরিস্থিতি বিবেচনা করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে বলেও জানান তিনি। এদিকে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মুখে গণতন্ত্রের কথা বললেও বিএনপি নিজেরাই গণতন্ত্রের জন্য হুমকি। সকালে তাঁর সরকারী বাসভবনে এফটিপিও নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে একথা বলেন তথ্যমন্ত্রী।
শনিবার ময়মনসিংহের ত্রিশালে জাতীয় শোক দিবস উপলক্ষে কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আয়োজিত “বঙ্গবন্ধু বাঙালির চেতনার বাতিঘর” শীর্ষক আলোচনা সভায় সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ সময় নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা ও সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।
সভায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার ব্যপারে পরস্থিতি বিবেচনায় শিক্ষার্থী ও অভিবাবকদের ধৈর্য ধারণের আহবান জানান সেতুমন্ত্রী।
এদিকে, সকালে ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজিরবিহীর উদারতার জন্যই খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে।
এ সময় সংস্কৃতি ও গণমাধ্যমের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সরকার কাজ করছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, টিআরপি নির্ধারন পদ্ধতির আধুনিকায়নে কমিটি গঠন করেছে সরকার।