গাজায় আজ থেকে হামলা আরও জোরদারের পরিকল্পনা করছে ইসরাইল
- আপডেট সময় : ০৮:৪৯:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩
- / ১৮৭২ বার পড়া হয়েছে
অবরুদ্ধ গাজায় আজ থেকে হামলা আরও জোরদারের পরিকল্পনা করছে ইসরাইল। সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি সংবাদ সম্মেলন করে বলেন, গাজায় সন্ধ্যা থেকে হামলা জোরদার করার পরিকল্পনা করছে ইসরাইল সেনাবাহিনী। তিনি গাজার বাসিন্দাদের নিরাপত্তার জন্য উত্তর গাজা ছেড়ে দক্ষিণ গাজায় চলে যাওয়ার আহ্বানও জানান।
স্থানীয় সময় রাতে গাজার পশ্চিম তীরের এক মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী জানায়, পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে অবস্থিত আল-আনসার মসজিদে হামলায় হামাস ও ইসলামিক জিহাদের বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছেন।
৭ অক্টোবর ইসরাইলে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামলায় এখন পর্যন্ত ইসরাইলের ১৪শ লোক নিহত হয়েছেন। জবাবে গাজায় পাল্টা হামলা চালায় ইসরাইল সেনাবাহিনী। যা এখনো অব্যাহত রেখেছে তারা। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ইসরাইলি হামলায় ৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ১৩ হাজারেরও বেশি।