মস্কোতে চীন-ভারত বৈঠকে কোন সমাধান হয়নি
- আপডেট সময় : ০৯:০৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
মস্কোতে চীন-ভারত আড়াই ঘণ্টা বৈঠকেও কোন সমাধান হয়নি। বরং আরও উত্তেজনা বেড়ে গেছে। ঘটছে একে অপরকে হুঁশিয়ারি দেয়ার ঘটনাও। পরিস্থিতি দেখে ভারত ও চীনের মধ্যে যুদ্ধের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। গত ২ দিন ধরে তার প্রমাণ মিলছে লাদাখ সীমান্তেও।
সীমান্তের ওপারে থাকা মলডোয় চীনের পিপলস লিবারেশন আর্মির ক্যাম্পের সংখ্যা বাড়ছে। অন্যদিকে, চীনা বাহিনীর ওপর নজরদারির জন্য লাদাখ সীমান্তে বাড়ানো হচ্ছে ভারতীয় সেনা সদস্যদের সংখ্যাও। রবিবার সকাল থেকেই ভারতীয় বিমান বাহিনীর বিমান কয়েক ঘণ্টা পর পর লাদাখের দিকে উড়তে দেখা যাচ্ছে। ভারতের বিভিন্ন জায়গা থেকে সেনা সদস্যদের লাদাখে পৌঁছে দেয়া হচ্ছে বলেও খবর পাওয়া গেছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় থাকা প্যাংগং সো এলাকার উত্তর ও দক্ষিণ অংশে প্রচুর সংখ্যক ভারতীয় সেনা মোতায়েন করা হয়েছে। তারা ওই দুই প্রান্তের বিভিন্ন জায়গা থেকে মলডোয় বাড়তে থাকা চীনা বাহিনীর ক্যাম্পগুলোর ওপর লক্ষ্য রাখছেন। বারবার নজরদারি চালানো হচ্ছে আকাশপথেও।