মস্কো হামলায় আটক চারজনের নাম ও ছবি প্রকাশ রাশিয়ার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১০:২২ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪
- / ২৩৭০ বার পড়া হয়েছে
মস্কোয় কনসার্ট হলে হামলায় ১৩৭ জনের প্রাণহানির ঘটনায় আটক চারজনের নাম ও ছবি প্রকাশ করেছে রাশিয়া। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ গঠন করা হয়েছে।
সন্দেহভাজনদের নাম দালের দোঝোন মিরজোয়েভ, সাইদাক্রামি মুরোদালি রাছাবালিজোদা, শামসিদিন ফারিদুনি ও সোবির ফায়জোভ। তারা সবাই তাজিকিস্তানের নাগরিক বলে দাবি মস্কোর। তবে বসবাস করতেন রাশিয়ায়। সন্দেহভাজনদের তিনজনকে চোখ বেঁধে নিয়ে যাওয়া হয় আদালতে। চতুর্থ জনকে দেখা যায় হুইলচেয়ারে। প্রত্যেককেই আহত বলে মনে হয়। মস্কোর বাসমানি জেলা আদালতে নেয়া হয় তাদের। ২২ মে শুনানির আগ পর্যন্ত পুলিশি হেফাজতে থাকবে এই সন্দেহভাজন আসামিরা। অভিযুক্তরা দোষ স্বীকার করেছে বলে দাবি মস্কো পুলিশের। শুক্রবার মস্কোর ক্রোকাস সিটি হলে হামলার দায় স্বীকার করে আইএস। রাশিয়ার অভিযোগের তীর ইউক্রেন ও ইসরাইলের দিকে। তবে এমন দাবি উড়িয়ে দিয়েছে কিয়েভ।