মহাকাশে হেঁটে অ্যান্টেনার পরিবর্তন করলেন স্পেস এক্স ক্রু ড্রাগনের দুই নভোচারী
- আপডেট সময় : ০৯:৫০:৩৭ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
প্রায় সাড়ে ছয় ঘণ্টা মহাকাশে হেঁটে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের একটি অ্যান্টেনার পরিবর্তন করলেন স্পেস এক্স ক্রু ড্রাগনের দুই নভোচারী- থমাস মার্শবার্ন ও কায়লা ব্যারন। ঝুঁকিপূর্ণ কাজটি করে তারা এখন সংবাদের শিরোনাম। সপ্তাহ খানেক আগে রাশিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোয় খানিকটা ঝুঁকি নিয়ে এই অভিযান শেষ করা হয়।
৬১ বছর বয়সী থমাস মার্শবার্নের জন্য মহাকাশে হাঁটার ঘটনা নতুন কিছু নয়। এর আগেও তিনি চারবার মহাকাশে হেঁটেছেন। এরপর দুটি কক্ষপথ ভ্রমণে ফ্লাইট সার্জন ছিলেন পেশায় একজন চিকিৎসক।
মার্কিন নৌবাহিনীর সাবমেরিন অফিসার ব্যারনের কাছে মহাকাশে হাঁটার অভিজ্ঞতা এটাই প্রথম। অভিযান শেষে ব্যারন বলেন,তার কাছে অভিজ্ঞতাটা ছিল অসাধারণ। যা তাকে সামনের দিন গুলোতে এগিয়ে নিয়ে যাবে।
নাসা এই অভিযানের মধ্য দিয়ে একটি এস–ব্যান্ড রেডিও কমিউনিকেশন অ্যানটেনা পরিবর্তন করে। পুরনো অ্যানটেনাটির বয়স ছিল ২০ বছরের বেশি। নতুন অ্যানটেনা স্থাপনের ফলে যোগাযোগ সংক্রান্ত যে জটিলতা তৈরি হয়েছিল, তা আর থাকবে না এমনটাই জানিয়েছে নাসা।