মহাজোট থেকে কোনো ঐক্যের প্রস্তাব পায় নাই জাতীয় পার্টি
- আপডেট সময় : ০৯:২১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
সরকার বা মহাজোট থেকে কোনো ঐক্যের প্রস্তাব না পাওয়ায়, ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে আলাদা প্রার্থী দেবে জাতীয় পার্টি। এ কথা জানিয়েছেন পার্টি চেয়ারম্যান জি এম কাদের। আর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়েছেন দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। ঢাকার কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দক্ষিণ সিটিতে দলীয় প্রার্থীদের মাঝে মনোনয়ন ফরম বিতরণের সময় একথা বলেন তারা।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনেকে ঘিরে, জাতীয় পার্টির মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়ন প্রত্যাশীদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। উৎসবমুখর পরিবেশে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দক্ষিণ সিটির মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মাঝে দলীয় মনোনয়ন ফরম তুলে দেন জি এম কাদের।
নিরপেক্ষ নির্বাচন হলে জাতীয় পার্টির প্রার্থীরা জয়ী হবে বলে আশা করেন, মনোনয়ন প্রত্যাশীরা। সুষ্ঠু নির্বাচনের আশা করে পার্টির চেয়ারম্যান জি এম কাদের আবারো জানান, দল থেকে একক প্রার্থী দেয়া হবে।
তবে, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে সরকারের প্রতি আহবানের পাশাপাশি দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন, দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গা।
শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে টিকে থাকতে নেতা-কর্মীদের এখন থেকে কাজ করার তাগিদ দেন কেন্দ্রীয় নেতারা।