মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ট্রফি ফিনালিসিমা জিতলো আর্জেন্টিনা
- আপডেট সময় : ০৪:২৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২
- / ১৫৫২ বার পড়া হয়েছে
দাপুটে জয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ট্রফি ফিনালিসিমা জিতলো আর্জেন্টিনা। ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে আলবিসেলেস্তরা। দুই অ্যাসিস্টে ম্যাচ সেরা লিওনেল মেসি। কোপা আমেরিকার পর এক বছরেরও কম ব্যবধানে আরও একটি শিরোপা জিতলো আর্জেন্টিনা।
একটি শিরোপার জন্য কতই না হাহাকার ছিলো লিওনেল মেসির। গেলো বছর কোপা আমেরিকা জয় করে সে আক্ষেপ ঘুচিয়েছিলেন। বছর ঘুরতে না ঘুরতে আরও একবার শিরোপা উৎসব জানান দেয় মেসিরা এখন কতটা পরিণত। এবার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মঞ্চে। ল্যাতিন আমেরিকার পর ইউরোপও জয় করলেন লিওনেল মেসি।
বিপরীতে রংহীন নিষ্ফলা ইতালি! এক বছর আগে এই ওয়েম্বলিতে ইউরো জয় করেছিলো আজ্জুরিরা। সেখানেই লজ্জার পরিণতি। আর্জেন্টিনার কাছে যে পাত্তাই পায়নি ইউরোপ সেরারা। অন্তত এ ম্যাচের পর বিশ্বকাপের টিকেট না পাওয়াটাও যে এখন আর অবাক করছে না ফুটবল বিশ্বকে।
ইতালির জমাট রক্ষণ দূর্গকে বারবার ভেঙেছেন লিওনেল মেসি। বোনুচ্চি, কিয়েল্লিনিরা তাকে ঘিরে ধরেছেন জার্সি টেনেছেন তবুও আটকাতে পারেননি। ২৮ মিনিটে মেসির রক্ষণ চেরা পাস থেকে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লাউতারো মার্তিনেজ।
শিরোপার জন্য ক্ষুদার্থ এই আর্জেন্টিনাকে রুঁখবে সাধ্য কার? এ কথা প্রমাণ করতেই যেনো বিরতির ঠিক আগে মার্তিনেজের থ্রু পাস থেকে ব্যবধান বাড়ান অ্যাঞ্জেল ডি মারিয়া।
দ্বিতীয়ার্ধে আরো ভয়ংকর আলবিসেলেস্তরা। ডি মারিয়ার একের পর এক শট রুখে দেন ইতালি গোলরক্ষক। তবে শেষ রক্ষা করতে পারেননি আজ্জুরিরা। ইনজুরি টাইমে বদলি হিসেবে নামা পাওলো দিবালা করেন ম্যাচের তৃতীয় গোল। এবারও কারিগর লিওনেল মেসি।
যে কোন মূল্যে মেসিকে ঠেকাও ইতালির এই নীতিতে এলএমটেনকে গোলবঞ্চিত রাখা গেছে ঠিকই। তবে, ম্যাচ হারের লজ্জা এড়াতে পারেনি আজ্জুরিরা।
৯৩ সালে আর্জেন্টিনা সবশেষ ফিনালিসিমা জয় করেছিলো দিয়াগো ম্যারাডোনার হাত ধরে। ২৯ বছর পর আবারও মহাদেশীয় ট্রফি ঘরে তুললো তারই উত্তরসূরী লিওনেল মেসি।