মহানবীর আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়েই বিশ্বে শান্তি প্রতিষ্ঠা সম্ভব : ইসলামী চিন্তাবিদরা
- আপডেট সময় : ০৭:৩১:৪১ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২
- / ১৭০১ বার পড়া হয়েছে
মানবতার মুক্তির দিশারী হযরত মোহাম্মদ (স:)-এর আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়েই বিশ্বে শান্তি প্রতিষ্ঠা সম্ভব বলে জানিয়েছেন দেশবরেণ্য রাজনীতিক ও ইসলামী চিন্তাবিদরা। তারা বলেন, রাসূলের দেখানো পথ অনুসরণ করলে, সমাজে কোনো পাপাচার, অন্যায়-অবিচার থাকতো না। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বিশিষ্টজনরা বলেন, যারা হেদায়েতের নামে মতবাদ প্রচার করে তারা ভুল পথে রয়েছে। এদের থেকে সবাইকে সতর্ক থাকার আহবান জানান তারা।
‘ইয়া নবী ছালামু আলাইকা,‘ইয়া রাসূল ছালামু আলাইকা। ঈদে মিলাদুন্নবি উপলক্ষে রাসূলপ্রেমী মানুষ এভাবে মিলিত হয় আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া আয়োজিত শোভা যাত্রায়। কলেমা খচিত পতাকা, প্লেকার্ড, ফেস্টুন হাতে অংশগ্রহনকাদের নারায়ে তকবির, নারায়ে রেসালতের স্লোগানে স্লোগানে রাজধানীর রাজপথ মুখরিত করে তোলে।
শোভাযাত্রাটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সোহরাওয়ার্দী উদ্যানে এসে আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশে মিলিত হয়। এতে বিভিন্ন দেশের আলেমগন অংশ নেন।
মহাসমাবেশে আলোচকরা বলেন, রাসুলের আদর্শই সর্বোত্তম আদর্শ। সব ধর্মের মানুষ তাদের ধর্মকর্ম করবে, হেদায়েতের নামে যারা মিথ্যা মতবাদ প্রচার করে তারা ভুল পথে আছে।
জাতীয় প্রেসক্লাবে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আশিক্বীনে আউলিয়া পরিষদ। আলোচনায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর দেখানো পথ অনুসরণ করলে, সমাজে অন্যায়,অবিচার থাকত না।
রাজধানীর মহানগর নাট্যমঞ্চ প্রাঙ্গণে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে গাউছুল আযম মাইজভান্ডার দরবার শরিফ। এতে সভাপতিত্ব করেন,মাওলানা সৈয়দ সহিদ উদ্দিন আহমদ।
আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান।