মহানবী (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জেরে উত্তাল হয়ে উঠেছে ভারত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০১:০৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২
- / ১৬৫০ বার পড়া হয়েছে
মহানবী (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জেরে উত্তাল হয়ে উঠেছে ভারত। ঝাড়খন্ডের রাঁচিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটে। এই সংঘর্ষে মৃত্যু হয়েছে দুজনের। আহত হয়েছেন অন্তত ১০ জন।
কটূক্তিকারী বিজেপি নেতা নূপুর শর্মা ও নবীন জিন্দালকে গ্রেফতারের দাবিতে শুক্রবার থেকে দেশটির নানা প্রান্তে বিক্ষোভ শুরু হয়েছে। ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, হনুমান মন্দিরের কাছে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে কিছু লোক উল্টো পাথর ছুড়তে শুরু করে। পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সংঘর্ষে সিনিয়র পুলিশ সুপার সুরেন্দ্র কুমার ঝা গুরুতর আহত হয়েছেন। পরে রাঁচি মূল সড়ক ও ডেইলি মার্কেট এলাকাসহ শহরের বিভিন্ন জায়গায় কারফিউ জারি করা হয়।