মহান বিজয় দিবসে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে
- আপডেট সময় : ০৮:১৫:৪১ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২০ বার পড়া হয়েছে
১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবসে ঢাকার উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি জানান, দ্রুত কাজ শেষ করতে করোনার মধ্যেও দেশী-বিদেশী প্রকৌশলীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। উত্তরা মেট্রোরেল ডিপো পরিদর্শনকালে একথা জানান পরিকল্পনামন্ত্রী।
ঘণ্টায় ৬০ হাজার যাত্রী পরিবহনে সক্ষমতার মেট্রোরেল প্রকল্পের মোট ব্যয় ২১ হাজার ৯৮৫ কোটি টাকা। এরমধ্যে প্রকল্প সহায়তা হিসেবে জাইকা ঋণ দিচ্ছে ১৬ হাজার ৫৯৪ কোটি ৫৯ লাখ টাকা।
এর কাজ দ্রুত শেষ করতে চলছে ভায়াডাক্ট, রেল ট্র্যাক বসানোসহ অবকাঠামো উন্নয়নের কাজ। প্রকল্প সংশিষ্টরা বলছেন, ইতোমধ্যে প্রকল্পের সার্বিক অগ্রগতি ৫০ শতাংশের বেশি।
এমন বাস্তবতায় বুধবার রাজধানীর উত্তরা মেট্রোরেল ডিপো পরিদর্শনে আসেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ প্রকল্প সংশ্লিষ্টরা।
পরে সাংবাদিকদের সাথে কথা বলেন, ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এ সময় প্রকল্পের সময় ও ব্যয় বাড়েনি জানিয়ে ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেন, নিদিষ্ট সময়ের মধ্যে এর কাজ শেষ হবে।
এসময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, স্বাধীনতার ৫০ বছরপূর্তি উদযাপন বর্ষে চলতি বছরে বিজয় দিবসে যাত্রা শুরু করবে মেট্টোরেল।
মন্ত্রী জানান, সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন এ রেল ব্যবহারবান্দব ও সাশ্রয়ী হবে।