মহান মে দিবস আজ
- আপডেট সময় : ০২:৩৬:২২ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০২২
- / ১৭০০ বার পড়া হয়েছে
আজ মহান মে দিবস। খেটে খাওয়া মানুষের অধিকার আদায়ের রক্তঝরা দিন। ১৮৮৬ সালের এই দিনে ৮ ঘন্টা কাজের দাবীতে প্রতিবাদ করে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা। আন্দোলন দমাতে গুলি চালায় পুলিশ। মারা যান ১০ শ্রমিক। সেই আত্মত্যাগের স্বীকৃতি দিয়ে বিশ্বজুড়ে ৮ ঘন্টা শ্রমের দাবী মেনে নেয়া হয় এবং দিনটি পালিত হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে। মে দিবসে কেমন আছেন দেশের শ্রমজীবী মানুষ, তা জানাচ্ছেন মিজান আহমেদ। ক্যামেরায় ছিলেন ফারুক হোসেন।
তপ্ত রোদ উপেক্ষা করে পেশীর দাপটে রক্ত পানি করা এক জীবন যোদ্ধা শ্রমিক। যাদের শ্রমে ঘামে গড়ে উঠে সভ্যতা, আমাদের যাপিত জীবনের আশ্রয়।
তবে শ্রমিকের গড়া সেই অট্টালিকায় থেকেও তাদের কথা ভাবার সময় মেলে না কারো। নাগরিক দুর্ভোগ লাঘবে নিরন্তর খেটে যাওয়া মানুষগুলো উপেক্ষিত থাকবে, এটাই যেন তাদের নিয়তি।
দুবছর পর করোনার ধাক্কা যখন ফিকে হতে বসেছে। তখনই রাশিয়া ইউক্রেন যুদ্ধ খেটে খাওয়া মানুষের ভাগ্যাকাশে দেখা দিয়েছে নিত্যপন্যের উচ্চমূল্যের কালোমেঘ।
একই টুকরি, একই শ্রম একই কষ্ট। তবুও মুজুরির বেলায় লিঙ্গভেদ আর বৈষম্য। যা আজো পোড়ায় রোদ খাওয়া মানুষের হৃদয়।
শ্রমিকের জীবন তাই অনকেটাই খুপরি বন্ধী, যেখানে জ্বলে শুধু আশার প্রদীপ। সবার মূলমন্ত্র একটাই, বাঁচতে হলে খাটতে হবে।
শতবছরের পুরোনো সেই দাবীতে আজও ঘাম ঝরে মেহেনতি শ্রমিকের। আজও রক্ত পানি হয় তপ্তরোদ আর নোনা জলে।