মহান স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
- আপডেট সময় : ০৩:৪২:৩১ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩
- / ১৮১৫ বার পড়া হয়েছে
মহান স্বাধীনতা দিবসে জাতির সূর্যসন্তান, একাত্তরের বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। ভোরে সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুলেল শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় সভাপতি হিসেবে আওয়ামী লীগের নেতাদের নিয়ে দ্বিতীয় বার শ্রদ্ধা নিবেদন করেন। পরে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশে ও বিদেশে এখনো স্বাধীনতাও উন্নয়ন বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বিএনপি।
আসলে অনেক চড়া দামেই বাংলার আকাশে চির ভাস্মর স্বাধীনতার সূর্য। চির আরাধ্য সেই স্বাধীনতা অর্জণের নেপথ্যে ছিল ৩০ লাখ শহীদের আত্মত্যাগ এবং ২ লাখ মা বোনের নির্যাতন এবং সম্ভ্রম হারানো বেদনা।
ভোরের সূর্য উঠার আগেই সাভার জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর শহীদদের ফুলেল শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শ্রদ্ধা জানাবার পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। বিউগলে বেজে ওঠে করুণ সূর।
পরে দলীয় সভাপতি হিসেবে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর পর শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী।
শ্রদ্ধা জানান, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর নেতৃত্বে যুদ্ধাহত মুক্তিযোদ্ধারাও শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় স্মৃতিসৌধে।
শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশে বিদেশে এখনো স্বাধীনতা এবং উন্নয়ন বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি।
পরে সাভার জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেয়া হয় রাজনীতিবিদসহ সব শ্রেণী-পেশার মানুষের জন্য।