মহামারিতে বিভক্তি কোনভাবেই কাম্য নয়: ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৮:০২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
দেশের এই মহামারিতে জাতি হিসেবে আমাদের বিভক্তি কোনভাবেই কাম্য নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের অভিযোগ, এই সংকট মোকাবিলায় সরকারের পাশে না থেকে জনগনকে উস্কানী দিচ্ছে বিএনপি। নিজ নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন সরকারের গুরুত্বপূর্ণ দুই মন্ত্রী।
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে সরকারি বাসভবনে সাংবাদিকদের সাথে কথা বলেন আওয়ামী লীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদের।
করোনাভাইরাসের কারনে দিবসটি পালনের আনুষ্ঠানিকতা না করা গেলেও, চেতনা ও বিশ্বাসে দিনটির তাৎপর্য চিরভাস্বর বলেও জানান তিনি।
করোনার এ সংকটে চিকিৎসক, নার্স, আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী ও গণমাধ্যম ও প্রশাসনসহ যারা মাঠে কাজ করছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে ওবায়দুল কাদের বলেন,ডা. মঈন উদ্দিনের মৃত্যু নিয়ে বিএনপি মহাসচিব অহেতুক দেশের স্বাস্থ্য ব্যবস্হার সমালোচনা করছেন, যা গ্রহনযোগ্য নয়।
দুপুরে রাজধানীর মিন্টু রোডের সরকারি বাসভবনে সমসাময়িক বিষয়ে কথা বলেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
মহামারীর এ সময়ে বিএনপির নেতাদেরকে অপরাজনীতি বন্ধ করে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
ত্রান বিতরনে কেউ কোন অনিয়ম দুর্নীতি করলে, সে যে দলেরই হোক, তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দেন ড. হাসান মাহমুদ।