মহামারি করোনা ভাইরাসের তাণ্ডবে লণ্ডভণ্ড পুরো বিশ্ব
- আপডেট সময় : ০১:০৯:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
মহামারি করোনা ভাইরাসের তাণ্ডবে লণ্ডভণ্ড পুরো বিশ্ব। এদিকে, দ্বিতীয় ঢেউয়ে পড়ে রেকর্ড করোনা শনাক্ত হয়েছে চীনে
সারা বিশ্বে দিন দিন বেড়েই চলেছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৬০ হাজার ১৫৯ মানুষ। এছাড়া একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৬ হাজারের বেশি মানুষের। করোনার উৎপত্তিস্থল চীনে গত দুই মাসের মধ্যে রেকর্ড করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে একদিনে শনাক্ত ৪২ জন। আক্রান্তদের ২২ জনই শিনজিয়াং প্রদেশের ক্যাশগর শহরের। করোনায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত সাতদিনেই নতুন করে আক্রান্ত হয়েছে অন্তত পাঁচ লাখ মানুষ। গত সপ্তাহে শুধু ইলিনয় রাজ্যেই ৩১ হাজারের বেশি করোনা শনাক্ত হয়েছে । করোনার দ্বিতীয় ধাক্কায় নতুন করে কঠোর বিধি আরোপ করেছে ইতালি ও স্পেনএছাড়া ব্রাজিল ও ভারতে করোনায় মৃত্যু ও সংক্রমণ অব্যাহত রয়েছে। কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ফিফা এক বিবৃতিতে জানায়, ৫০ বছর বয়সী ইনফান্তিনোর তার শরীরে হালকা উপসর্গ দেখা দিয়েছে। তিনি সেলফ আইসোলেশনে আছেন। আগামী ১০ দিন কোয়ারেন্টিনে থাকবেন ফিফা প্রেসিডেন্ট।